ঐতিহ্য ছাড়তে নারাজ, সরকারি নীল-সাদা পোশাক ফেরাল পড়ুয়ারা

Fri, 11 Nov 2022-4:28 pm,

প্রদ্যুৎ দাস: ফের পোশাক বিতর্ক। এবার জলপাইগুড়ি জেলার দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে। নীল-সাদা পোশাকে আপত্তি। তাই পোশাক ফিরিয়ে দিল পড়ুয়ারা।

শুক্রবার বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রদের নীল-সাদা পোশাক দিতে গেলে, তা ফিরিয়ে দেয় পড়ুয়ারা। তাদের স্পষ্ট বক্তব্য, স্কুলের চিরন্তন পোশাক ছেড়ে নতুন নীল-সাদা পোশাক তারা কোনওরকমেই গ্রহণ করবেন না।

প্রসঙ্গত, এর আগেও দু-দুবার পড়ুয়াদের মধ্যে নীল-সাদা পোশাক বিতরণ করতে উদ্যোগী হয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু পড়ুয়া থেকে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয়। 

যদিও এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কোনওরূপ মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, জেলা জুড়ে বিভিন্ন স্কুলেই পোশাক বিতর্ক চলছে। নীল-সাদা পোশাকে আপত্তি সকল পড়ুয়ারাই।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link