লকডাউন পরবর্তীতে ৩০ শতাংশ পড়ুয়া নিয়ে স্কুলে ক্লাস! ইঙ্গিত মন্ত্রীর

Fri, 15 May 2020-9:37 am,

লকডাউনে থমকে গিয়েছে স্কুলের পঠনপাঠন। সব স্কুলেই অনলাইনে ক্লাস শুরু হয়েছে বটে, তবে এই পদ্ধতিতে যে বাড়িতে স্কুলের আবহ তৈরি হচ্ছে না তাতে দ্বিমত থেকে পড়ুয়া, অভিভাবক, শিক্ষকদেরও। লকডাউন পরবর্তী পরিস্থিতিতে স্কুল তো খুলতেই হবে। কিন্তু কীভাবে কত জন পড়ুয়া নিয়ে হবে ক্লাস? নাকি আগের মতোই থাকবে সব কিছু? এই নিয়ে সম্প্রতি প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়ালের ইঙ্গিত।

ঠিক কত জন পড়ুয়া নিয়ে লকডাউনের পর ক্লাস করা হবে, মন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশ্ন রেখেছিলেন শিক্ষকরা।  মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, স্কুলে একদিনে একসঙ্গে ৩০ শতাংশ পড়ুয়াদের নিয়ে ক্লাস হতে পারে। প্রত্যেকের মুকে মাস্ক থাকতে হবে।

সোশ্যাল ডিসটেন্স মেনে চলার জন্য একসঙ্গে স্কুলগুলিতে মাত্র ৩০% করে ক্লাস করানো হবে । বৃহস্পতিবার মন্ত্রী বলেন, "এনসিইআরটি-কে গাইডলাইন তৈরি করতে বলা হয়েছে। গাইডলাইন প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে । একসঙ্গে যদি ৩০ শতাংশ করে ছাত্র নিয়ে ক্লাস করানো হয় তাহলে আমরা দেখতে চাই কীভাবে তা কাজ করছে ।"

কিন্তু এক্ষেত্রে থাকছে শিক্ষকদের আরও একটি প্রশ্ন, তাহলে কি ছাত্রদের শিফটের ভিত্তিতে ক্লাস নেওয়া হবে? সেটি কতটা বাস্তবায়িত হবে

প্রলঙ্গত, রাজ্যে ১০ জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে কবে থেকে কীভাবে স্কুল চালু করা সম্ভব, তা নিয়ে ভাবনা চিন্তা করছে সরকার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link