পৃথিবীর চেয়েও ভাল থাকার জায়গা! এমন ২৪ টি গ্রহের খোঁজ পেল বিজ্ঞানীরা

Wed, 07 Oct 2020-5:47 pm,

নিজস্ব প্রতিবেদন: আপনি যদি মনে করেন পৃথিবীই একমাত্র বাস যোগ্য গ্রহ তাহলে আপনি ভুল! পৃথিবীর চেয়েও আরও প্রায় ২৪টি গ্রহ রয়েছে যেখানে পৃথিবীর চেয়েও স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করা যাবে। এমনটাই  জানাচ্ছেন বিজ্ঞান মহল। 

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ডার্ক শুলজে-মাকুচের নেতৃত্বে অ্যাস্ট্রোবায়োলজি জার্নালে প্রকাশিত দলটির গবেষণা অনুসারে - গবেষকরা  জানাচ্ছেন পৃথিবীর চেয়ে পুরানো, কিছুটা উষ্ণ এবং জলীয়বাস্পে ভরা এই গ্রহগুলি।

বিজ্ঞানীরা ৪,৫০০ এরও বেশি এক্সপ্লেনেট পর্যবেক্ষণ করেছেন এবং নির্দিষ্ট পরামিতিগুলির উপর ভিত্তি করে ২৪ টি গ্রহ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যেখানে  জীবন থাকার জন্য অনুকূল পরিবেশের প্রমাণ পেয়েছে বিজ্ঞানীরা। 

যদিও সেই গ্রহগুলিতে এখনও কোনও জীবন নিশ্চিত হয়নি। এই সমস্ত গ্রহগুলি সৌরজগতের বাইরে অবস্থিত পৃথিবী থেকে প্রায় ১০০ আলোকবর্ষ দূরে।

গবেষকরা আরও দাবি করেছেন যে ২৪ টি  গ্রহের মধ্যে একটি গ্রহই বিভিন্ন জীবন-সহায়ক প্রমাণকে চিত্রিত করেছে এবং বিজ্ঞানী ডার্ক শুলজে-মাকুচ নিশ্চিত করেছেন যে এই জাতীয় আবিষ্কার নাসার জেমস ওয়েব টেলিস্কোপ, লুভিওর স্পেস টেলিস্কোপ মাধ্যমে ভবিষ্যতের পর্যবেক্ষণকে আরও বাড়িয়ে তুলতে সহায়তা করে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link