Water on Mars: লালগ্রহের পেটের ভিতরে এ কী! এ তো মহাসমুদ্র...
লাল গ্রহ মঙ্গলে ২০১৮ সাল থেকে রয়েছে ইনসাইট ল্যান্ডার। চার বছরের বেশি সময় ধরে রোবট-যানটি মঙ্গলে ভূকম্পনসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে, পরিমাপ করেছে। কীভাবে ভূমিকম্পে সেখানকার ভূপৃষ্ঠভাগ কেঁপে ওঠে, সেই পরীক্ষার পাশাপাশি ভূপৃষ্ঠের নীচে কোন উপকরণ বা পদার্থ রয়েছে, তা নিয়েও পরীক্ষা করেছে যানটি।
রোবটযানের পাঠানো তথ্যের ভিত্তিতে গবেষকেরা বলছেন, মঙ্গলে তরল জলের অস্তিত্বের খবর পেয়েছেন তাঁরা! আর সম্ভবত এর অবস্থান ল্যান্ডারের নীচে ভূপৃষ্ঠের অনেক গভীরে।
জানা গিয়েছে, তরল জলের বিশাল ওই ভাণ্ডার মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে ১১.৫ কিমি থেকে ২০ কিমি নীচে অবস্থিত! সেখানে তরল জলের যে-উপস্থিতির খবর পাওয়া গিয়েছে, তা অনুমানের চেয়ে বেশি!
পৃথিবীতে ভূপৃষ্ঠের উপর থেকে জল ভূগর্ভে ঢোকে। সেখান থেকে আরও গভীরে সঞ্চিত হয়।
বিজ্ঞানীর বলছেন, তাঁরা মনে করেন, একই প্রক্রিয়া মঙ্গলেও। তবে এই প্রক্রিয়া যখন মঙ্গলে হয়েছে, তখন মঙ্গলের উপরিভাগ এখনকার চেয়ে বেশি গরম ছিল।
এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন, 'স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশনোগ্রাফি'র ম্যাথিয়াস মর্জফেল্ড ও 'বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া'র মাইকেল ম্যাঙ্গা। 'প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স' সাময়িকীতে প্রকাশিত হয়েছে লেখাটি।