চিনে মিলল ডাইনোসরের জীবাশ্ম, পাল্টে যেতে পারে বিবর্তনের ইতিহাস
উত্তর চিনের ইয়ানজি শহরে খোঁজ মিলল প্রায় ১০ কোটি বছরের পুরনো প্রস্তর খণ্ডের। ছবি- এপি
ওই প্রস্তরখণ্ডে পাওয়া গিয়েছে বেশ কয়েকটি প্রাগৈতিহাসিক যুগের জীবাশ্ম। ছবি- এপি
ভূতত্ত্ববিজ্ঞানীরা দাবি করেছেন ডাইনোসরের জীবাশ্মের চিহ্ন মিলেছে। ছবি- এপি
ইয়ানজি শহরের এই জায়গায় নির্মাণকাজ শুরু হওয়ার পর আবিষ্কার হয় ডাইনোসরের জীবাশ্ম। ছবি- এপি
এই জায়গায় একাধিক জীবাশ্মের চিহ্ন মিলেছে। ছবি- এপি
২০১৬ সালে ইয়ানজি শহরে ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেন বিজ্ঞানী জু এবং জিন। ছবি- এপি
জীবাশ্ম আবিষ্কারের পর সেখানে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। ছবি- এপি
বিজ্ঞানী জু মনে করেন, এই জীবাশ্ম বিবর্তনের ইতিহাস পাল্টে দিতে পারে। ছবি- এপি