মরশুমের প্রথম ইলিশ উঠল দিঘায়, কয়েকদিনের মধ্যে আসছে রাজ্যের সব বাজারে
নিজস্ব প্রতিবেদন : মরশুমের প্রথম ইলিশ উঠল দিঘায়। আশানুরূপ বেশ বড় মাপের ইলিশ-ই উঠল দিঘায়।
৮০০ থেকে ১ কেজির উপর ওজনের ইলিশ উঠেছে। দিঘা মোহনা বাজারে সেই ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়।
গত ১ জুলাই ইলিশ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেয় বড় ট্রলার ও ভাসানি। সেগুলির মধ্যে কয়েকটি ট্রলার ভিড়েছে দিঘা মোহনায়।
মৎস্যজীবীরা জানাচ্ছেন, সমুদ্রে ইলিশ ধরা পড়ার আবহ তৈরি হয়েছে। যা এতদিন ছিল না। এমনকি গতবছরও ছিল না এমন ইলিশ ধরার অনুকূল পরিবেশ।
ইলশেগুঁড়ি বৃষ্টি সহ পুবালি হাওয়া বইছে। আরও ইলিশ ধরা পড়বে আর আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার প্রতিটি বাজারে ইলিশ দেখা যাবে।
এমনটাই আশা করছেন দিঘার মৎসজীবীরা। ইলিশের দেখা মেলায় ট্রলার মালিক থেকে ব্যবসায়ী, মৎস্যজীবী সবার মনেই খুশির জোয়ার।