খ্রিস্টমাস, নিউ ইয়ারে এবার পার্ক স্ট্রিটে ঘুরতে দারুণ সুবিধা

Fri, 21 Dec 2018-8:00 pm,

খ্রিস্টমাস ও নিউ ইয়ার্স-এর ভিড় সামলাতে কোমর বেঁধে ময়দানে নামছে প্রশাসন।

 

কলকাতা শহরে প্রায় ১ হাজার বাহিনী মোতায়েন থাকবে। ১১০টি পিকেট বসানো হবে। ১৯টি  থানায় ২৪ তারিখ রাত থেকেই বাহিনী মজুত রাখা হবে। প্রতিটি ডিভিশনেও রিজার্ভ ফোর্স থাকবে।

শহরের ৩০টি নাইটক্লাব, হোটেলে পুলিশি নজরদারির ব্যবস্থা থাকছে। থাকবে ১১টা ওয়াচ টাওয়ার। নজরদারির জন্য শহরজুড়়ে টহল দেবে ২০টি মোটর সাইকেল টিম।

সেদিন রাস্তায় থাকবেন ১০ জন ডিসি। থাকবে ৮টা অ্যাম্বুলেন্স, ১৬টা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, ৬টা ডিএমজি স্পেশাল টিম।

 

 

নদীপথেও নজরদারির ব্যবস্থা থাকছে। মেট্রো স্টেশনগুলিতেও থাকছে বিশেষ নজরদারির ব্যবস্থা। মদ্যপ বাইক ও গাড়িচালকদের ধরতে চলবে বিশেষ অভিযান।

 

উত্সবের দিনগুলিতে গোটা পার্ক স্ট্রিট চত্বরকে ৭টা সেক্টরে ভাগ করে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে এবছর নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে কলকাতা পুলিশ।

চলতি বছর ২দিক দিয়েই (মল্লিকবাজারে দিক দিয়েও) পার্ক স্ট্রিটে ঢোকা যাবে। তারপর ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট হয়ে জওহরলাল নেহরু রোড দিয়ে বাইরে বেরতে হবে। পথচারীদের জন্য থাকছে নতুন ব্যবস্থা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link