পারদ চড়ছে এষার নয়া ছবিতে, তোলপাড় ইন্টারনেট
সিনেমার পাশাপাশি একাধিক ম্যাগাজিনের ফটোশুটেও 'আগুন' ঝরিয়েছেন এষা গুপ্তা
জন্নত টু, কম্যান্ড টু, রুস্তম-এর অভিনেত্রী এষা এখন ইন্টারনেট 'সেনসেশন'
'নীল ছবির নায়িকা হওয়ারই উপযুক্ত' বলেও সুর চড়ানো হয়েছে এষা গুপ্তার বিরুদ্ধে
এষা যত সাহসী হয়েছেন, তত বেড়েছে তাঁর বিরুদ্ধে আক্রমণের বাহার, বলিউডের ওই অভিনেত্রীকে পর্নস্টার বলেও কটাক্ষ করা হয়েছে
উষ্ণ ছবিতে যেমন ঝড় তুলেছেন এষা, তেমনি নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখেও পড়েছেন একাধিকবার
কখনও লাল বিকিনিতে আবার কখনও সাদা রঙের বিকিনিতে ছবি পোস্ট করেন বলিউডের ওই অভিনেত্রী
মাঝে মধ্যে সোশ্যাল সাইটে ছবি শেয়ার করে বি টাউনের প্রথম সারির অভিনেত্রীদের রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এষা গুপ্তা
কখনও পোল ডান্স আবার কখনও সিনেমায় উষ্ণ দৃশ্য, প্রায় সব সময়ই বি টাউনে আলোচনার কেন্দ্রে থাকেন এষা
সোশ্যাল সাইটে একাধিক ছবি পোস্ট করে বার বার আলোচনায় উঠে এসেছেন এষা গুপ্তা