ছেলে কোলে বাড়ির পথে সানিয়া, মির্জা-মালিকের প্রথম ছবি ভাইরাল
৩০ অক্টোবর মা হয়েছেন সানিয়া মির্জা। টেনিস সুন্দরীর মা হওয়ার খবর জানিয়েছিলেন তাঁর স্বামী শোয়েব মালিক।
শোয়েব-সানিয়া ছেলের নাম রেখেছেন ইজহান মালিক। ইজহান নামের অর্থ ঈশ্বরের উপহার। বানজারা হিলসের রেনবো চিলড্রেনস হাসপাতালে জন্ম হয়েছিল বেবি মির্জা-মালিকরে। এবার ছেলে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সানিয়া।
এর আগেও ইজহান মালিকের কিছু ভুয়ো ছবি সোশ্যাল সাইটে ছড়িয়েছিল। শোয়েব মালিক ভ্রম সংশোধন করে দিয়েছিলেন। কিন্তু এবার সানিয়া ও ইজহানের প্রথম ছবি প্রকাশ্যে এল।
ছেলে ও মা, দুজনেই সুস্থ রয়েছে বলে আগেই জানিয়েছিলেন শোয়েব। এবার তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির পথে রওনা হলেন সানিয়া ও ইজহান।
চলতি বছরের মে মাসে সানিয়া জানিয়েছিলেন তিনি অন্তঃস্বত্ত্বা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরে তিনি আবার ২০২০ টোকিও ওলিম্পিকের জন্য প্রস্তুতি নেবেন বলেও জানিয়েছিলন।
মা হওয়া মানেই কেরিয়ার শেষ নয়। মা হওয়া মানে নিজের জীবনের যাবতীয় ইচ্ছে, লক্ষ্য বিসর্জন দেওয়া নয়। জানিয়েছিলেন সানিয়া।