বিশ্বের সস্তা শহরের প্রথম পাঁচে বেঙ্গালুরু, তালিকায় রয়েছে দিল্লি, চেন্নাই-ও
বিশ্বে জীবনযাপনের জন্য সবচেয়ে সস্তা শহর কোনগুলি তার তালিকা প্রকাশ করল ইকনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট ২০১৯।
তাদের সমীক্ষায় সস্তা শহরের তালিকায় প্রথম পাঁচে নাম রয়েছে বেঙ্গালুরুর।
ওই তালিকায় প্রথম স্থানে রয়েছে ভেনেজুয়েলার কারাকাস। পাশাপাশি, দ্বিতীয় সিরিয়া, উজবেকিস্তানের তাসকেন্ট, কাজাখস্তানে অলমাতি রয়েছে তৃতীয় স্থানে।
পঞ্চম স্থানে বেঙ্গালুরু রয়েছে। ওই তালিকায় দিল্লি ও চেন্নাইয়ের নাম রয়েছে প্রথম সারিতে।
বিশ্বের সবচেয়ে খরুচে শহর হিসাবে চিহ্নিত হয়েছে সিঙ্গাপুর।
এর পর প্যারিস, হংকং, জুরিখ, জেনেভা রয়েছে।
বিশ্বের ১৩৩টি দেশের প্রায় দেড়শোর বেশি পণ্যের বাজার দর বিচার করেই এই সমীক্ষা করা হয়েছে।