ভোটের আগে আরও একটা বোমা! সেলুলয়েডে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য

Sun, 24 Mar 2019-12:07 am,

তাসখন্দে প্রাক্তন প্রধানমন্ত্রীর লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যমৃত্যুই এবার আসছে সেলুলয়েডে। জি স্টুডিও-র সঙ্গে গাঁটছড়া বেঁধে ঘটনার আবরণ উন্মোচন করতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী। 

১৯৬৫ সালে পাকিস্তানকে মাত দেওয়ার পর তাসখন্দে রহস্যজনকভাবে মৃত্যু হয় শাস্ত্রীর। 'দ্য তাসখন্ড ফাইলস' ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, নাসিরুদ্দিন শাহ, স্বেতা বাসু প্রসাদ, পঙ্কজ ত্রিপাঠী, বিনয় পাঠক, মন্দিরা বেদী, পল্লবী জোশী ও অঙ্কুর রাঠি। ছবির পাঁচটি পোস্টার প্রকাশ করেছেন বিবেক অগ্নিহোত্রী। 

শ্যামসুন্দর ত্রিপাঠীর ভূমিকায় মিঠুন চক্রবর্তী।

ছবি সাংবাদিক রাগিনি ফুলের ভূমিকায় শ্বেতাপ্রসাদ বসু। শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর জট খুলবেন তিনি। 

গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত পঙ্কজ ত্রিপাঠী বিজ্ঞানী গঙ্গারাম ঝায়ের ভূমিকায়। 

পর্দায় পদ্মশ্রী আয়েশা আলি শাহ হয়েছেন বিবেকপত্নী পল্লবী জোশী।

তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী পিকেআর নটরাজনের ভূমিকায় নাসিরুদ্দিন শাহ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link