Filmfare Awards 2023: রেড কার্পেটের গ্ল্যামার! দেখে নিন এক নজরে ফিল্মফেয়ারের সেলেব লুক...

Fri, 28 Apr 2023-5:29 pm,

শতরূপা কর্মকার: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩-এ আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সেরা সিনেমা ও সেরা অভিনেত্রী ছাড়াও আরও অনেকগুলি পুরস্কার জিতেছে। অনুষ্ঠানের রাতে আলিয়া, সিকুয়েন্সের কাজ করা কালো রঙের গাউন পরে রেড কার্পেটে এসেছিলেন। 

বেগুনী রঙের বল গাউনে হাজির হয়েছিলেন জাহ্নবী কপুর। তিনি ওই রাতে পারফর্মও করেন।

নীল রঙের থাই হাই স্লিট গাউন পরেছিলেন রকুল। প্লাঞ্জ নেকলাইনের সঙ্গে হীরের নেকপিস পরেছিলেন তিনি।

কালোর উপর সাদা এমব্রয়ডারি করা ব্লেজার পরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে এসেছিলেন মহিলাদের হার্টথ্রব ভিকি।

সাদা রঙের শিমারি বডিকন গাউন পরেছিলেন ভূমি। বধাই দো-এর জন্য সেরা অভিনেত্রী ক্রিটিক বিভাগে তিনি পুরস্কার পেয়েছেন। 

২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্লাস পিঙ্ক রঙের গাউন পরেছিলেন তিনি।

কালো রঙের শ্যুট প্যান্ট ও বো টাই পরেছিলেন রাজকুমার। সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।

বর্ষীয়ান অভিনেত্রী রেখা এই রাতে নিজের আইকনিক সিল্কের শাড়ি লুকে এসেছিলেন।

'কিসি কা ভাই কিসি কি জান' অভিনেত্রী পুজা হেগড়ে এই অ্যাওয়ার্ড শো-তে প্লাঞ্জ নেকলাইনের সিলভার রঙের গাউন পরেছিলেন। 

বলিউডের ভাইজানের দায়িত্বে ছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সঞ্চালনা। ব্ল্যাক প্যান্ট শার্টে ভাইজান ছিলেন একদম নিজের স্টাইলে।

বেগুনী রঙের বডিকন গাউনে উপস্থিত ছিলেন মিথিলা পা

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link