সত্যিই কি রোদ থেকে গাড়ি বাঁচাতে গোবর লেপেছেন? কী বললেন সেজল শাহ?
নিজস্ব প্রতিবেদন: প্রবল দাবদাহ থেকে গোটা গাড়িতে গোবর লেপে দিয়েছেন এক গুজরাটি মহিলা। গোবর মোড়ানো ওই গাড়ির ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সত্যিই কি গরম থেকে গাড়ি বাঁচাতে এমন বন্দোবস্ত করেছেন মালিক? স্বীকার করে নিলেন সেজল শাহ।
ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জনৈক রূপেশ গৌরাঙ্গা দাস। তাঁর দাবি,''গোবরের সর্বোকৃষ্ট ব্যবহার প্রথম চাক্ষুষ করলাম। এটা আমদাবাদের ছবি। ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাঁচতে নিজের গাড়িতে গোবর লেপে দিয়েছেন শ্রীমতি সেজল শাহ''।
সত্যিই কি তাই? আমদাবাদের বাসিন্দা সেজল শাহ বলেন, গরম সহ্যের সীমা পেরিয়েছে। ঘরের মেঝেতে গোবর ব্যবহার করেছি। সেই অভিজ্ঞতা গাড়িতে কাজে লাগিয়েছি।
গ্রামগঞ্জে গোবর দিয়ে মাটির ঘর মোছা হয়। প্রচলিত বিশ্বাস, জীবাণু প্রতিরোধকও।