ল্যানসেটের বিজ্ঞানীদের তালিকায় সম্প্রতি ঠাঁই পেয়েছেন এই বঙ্গললনাও! কেন জানেন?

Soumitra Sen Thu, 29 Dec 2022-10:06 pm,

মহিলা বিজ্ঞানীদের জন্য সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা।

শিশুদের নিয়েও নিরন্তর কাজ করে যান সেঁজুতি! 

সেঁজুতির কাজ শুধু শিশুদের রোগ থেকে রক্ষা নয়, শিশুদের বিজ্ঞানমনস্ক করে তোলার জন্যও তিনি অক্লান্ত।

 

সেঁজুতির কাজ দেখে খুদেদের বাবা-মায়েরাও আপ্লুত। তাঁরা তাঁকে চিঠিও লেখেন। এমন এক চিঠি সেঁজুতিকে নিয়ে ল্যানসেট–এর লেখাতেও উঠে এসেছে। যেখানে অভিভাবকেরা লিখেছেন, ‘আমাদের সন্তানেরা বিজ্ঞানী হোক, এটা চাই। আমরা কখনো ভাবিনি, এটা একটা পেশা হতে পারে। কারণ, আমরা কোনো দিন বিজ্ঞানী দেখিনি। সত্যি বলতে কি, কোনো মহিলা বিজ্ঞানী দেখিনি!’

সেঁজুতি বলেন, ‘এখন অনুভব করছি, দেশের প্রতি আমার দায়িত্ব আরও বাড়ল। এখন এই ভাবমূর্তিকে অক্ষুণ্ন রাখতে হবে। আর সেজন্য আশা করি, আমরা সব বিজ্ঞানী একসঙ্গে দেশের জন্য কাজ চালিয়ে যাব।’

ল্যানসেট তাঁর সম্পর্কে লিখছে-- ‘তিনি বিশ্বস্বাস্থ্যের গবেষণা নিয়ে সমতার পক্ষে সব সময়ে গলা তোলেন। সেঁজুতি এবং তাঁর দল মিলে জীবাণুর জিনোম সিকোয়েন্সিং কিংবা ভাইরাসের গবেষণায় রত থাকেন। বাংলাদেশের শিশুদের আক্রান্ত করে এমন রোগ, যেমন ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে তাঁদের গবেষণা অব্যাহত।’  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link