September 11: World Trade Center-Pentagon হামলার ২০ বছর, ছবির কোলাজে সেদিনের ভয়াবহতা

Sat, 11 Sep 2021-8:26 am,

নিজস্ব প্রতিবেদন: ১১ সেপ্টেম্বর ২০০১-র সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Center) এবং পেন্টাগনে (Pentagon) পরপর হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদার (al-Qaeda) অপহৃত তিনটি বিমান। যা দেখে স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব। ইতিহাসের ভয়ঙ্করতম ওই জঙ্গি হামলায় মৃত্য়ু হয়েছিল প্রায় ৩০০০ মানুষের। আহত হয়েছিলেন ২৫ হাজারেও বেশি।

২০২১-এর ১১ সেপ্টেম্বর। ২০ বছর পর সেই ভয়াবহ জঙ্গি হামলার কিছু স্মৃতি রইল ছবির কোলাজে।

তখনও জঙ্গি হামলার ভয়াবহতা বুঝে উঠতে পারেননি পথচলতি সাধারণ মানুষ। সকলে রাস্তায় দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) দিকে তাকিয়ে রয়েছেন। কালো ধোঁয়ায় ঢেকেছে অট্টালিকা। 

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Center) ভেঙে পড়লে, প্রাণ বাঁচাতে তখন দৌড় লাগান সাধারণ মানুষ। সকলের চোখে-মুখে আতঙ্কের ছাপ।

9/11-র ভয়াবহতার প্রমাণ এই ছবি। বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দিলে নীচে নিশ্চিত মৃত্যু, তা জেনেও কেবল প্রাণরক্ষার তাগিদে শেষ চেষ্টা করে সাধারণ মানুষ। উপর থেকেই ঝাঁপ দেন অনেকেই। 

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) দুটো টাওয়ারে হামলার পর কালো ধোঁয়ায় ঢেকেছে স্ট্যাচু অফ লিবার্টির চারপাশ।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) নর্থ টাওয়ারে হামলার পরের মুহূর্ত।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (World Trade Center) সাউথ টাওয়ারে হামলার পরের মুহূর্ত। ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা বিল্ডিং। প্রাণ বাঁচাতে ছোটে সাধারণ মানুষ।

চোখের সামনে ধ্বংসলীলা দেখে স্বজনহারা কান্নায় ভেঙে পড়েন অনেকে। 

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (World Trade Center) ধ্বংসের পর উদ্ধার কাজ সারছেন মার্কিন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করছেন মৃত-আহতদের।

ধ্বংসের পর পড়ে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (World Trade Center) অবশিষ্টাংশ।

দূর থেকে কালো ধোঁয়া দেখছেন সাধারণ মানুষ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link