আরও এক কঠিন রোগের Vaccine তৈরি দেশেই, সামনের সপ্তাহ থেকে ভারতের বাজারে

Thu, 24 Dec 2020-2:02 pm,

আরও একটি কঠিন রোগের ভ্যাকসিন আবিষ্কার করল ভারত। ফলে বিদেশী সংস্থার উপর নির্ভরশীলতা কমল। এবার থেকে নিউমোনিয়ার ভ্যাকসিন তুলনামূলক সস্তায় মিলবে।

Serum Institute of India নিউমোনিয়া রোধের ভ্যাকসিন আবিষ্কার করেছে। এতদিন এই ভ্যাকসিন-এর জন্য Pfizer ও GlaxoSmithKline নামের দুটি বিদেশী সংস্থার উপর নির্ভর করতে হত আমাদের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড.হর্ষবর্ধন এই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করবেন আনুষ্ঠানিকভাবে। সামনের সপ্তাহেই এই ভ্যাকসিন ভারতের বাজারে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

 

তিনটি ক্লিনিকাল ট্রায়াল-এর পর Pneumococcal Polysaccharide Conjugate vaccine-এর অনুমোদন মিলেছে।

 

পাঁচ বছরের কমবয়সী অন্তত এক লাখ শিশু এদেশে প্রতি বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। বলছে UNICEF-এর তথ্য। তাই নিউমোনিয়া রোধে স্বাস্থ্য দফতর গত কয়েক বছর ধরেই তত্পর। 

এতদিন পর্যন্ত নিউমোনিয়ার ভ্যাকসিন বিদেশি সংস্থাগুলির থেকে কিনতে হত কেন্দ্রীয় সরকারকে। তবে এবার দেশে উত্পাদিত ভ্যাকসিন খরচ অনেকটা কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link