জেনে নিন ভারতে তৈরি এই ৭ বিগ বাজেটের ছবির খরচ কত
সম্প্রতি দক্ষিণী সুপার স্টার মোহনলাল ঘোষণা করেছেন তিনিই দেশে তৈরি সবচেয়ে বড় বাজেটের ছবিতে অভিনয় করতে চলেছেন। এম টি বাসুদেবনের উপন্যাস রান্ডামুঝহাম অবলম্বনে তৈরি একটি ছবিতে অভিনয় করছেন যার বাজেট ১০০০ কোটি টাকা। ছবিটি তৈরি হলে তা ভারতের সিনেমার জগতে একটি রেকর্ড তৈরি হয়ে যাবে। তবে তার আগে দেখে নিন এর আগের ৭টি বিগ বাজেটের ছবি কোনগুলি।
রজনীকান্তের ২.০ তৈরি করতে খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। শঙ্করের পরিচালনায় ওই ছবিটিতে অভিনয় করেছেন রাজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন।
এস এস রাজমৌলির বাহুবলীর দুটি পর্ব তৈরি করতে খরচ হয়েছে ৪০০ কোটি। বাহুবলী ১ বাজার থেকে তুলেছিল ২৫০ কোটি টাকা।
শাহরুখ খানের রা ওয়ান বেশ কিছুদিন আগের বিগ বাজাটের ছবি। ২০১১ সালে ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ১৫০ কোটি টাকা। বাজার থেকে এটি সে সময় তুলেছিল ১৭০ কোটি টাকা।
তামিল ডিরেক্টর শঙ্করের তৈরি রোবট তৈরি করতে খরচ হয়েছিল ১৩২ কোটি টাকা। ২০১০ সালের ছবিটি বাজার থেকে তুলেছিল ২৫৬ কোটি টাকা। রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন।
২০১৪ সালে তৈরি হয়েছিল তামিল ছবি কোচাদাইয়ান। খরচ হয়েছিল ১২৫ কোটি টাকা। রিলিজের পর প্রথম সপ্তাহে তুলতে পেরেছিল মাত্র ৪২ কোটি টাকা।
২০১৩ সালে তৈরি আমিরের ধুম ৩ তৈরি করতে খরচ হয় ১২৫ কোটি। বাজার থেকে তুলেছিল ৫৮৫ কোটি।
২০১৩ সালেই মুক্তি পেয়েছিল ক্রিস ৩। ঋত্তিক রোশন অভিনিত ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ১১৫ কোটি। বাজার থেকে তুলেছিল ২৯০ কোটি।