আপনার এলাকায় কবে ভোট? সাত দফায় রাজ্যের কোথায় কবে নির্বাচন? জেনে নিন
রাজ্যে নজিরবিহীনভাবে সাত দফায় ভোটগ্রহণ করাতে চলেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটগ্রহণ ১১ এপ্রিল। ভোটগণনা ২৩ মে। বাংলার সঙ্গে বিহার ও উত্তরপ্রদেশেও ভোটগ্রহণ হতে চলেছে সাত দফায়।
প্রথম দফা- কোচবিহার, আলিপুরদুয়ার। ভোটগ্রহণ- ১১ এপ্রিল।
দ্বিতীয় দফা- জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ। ভোটগ্রহণ- ১৮ এপ্রিল।
তৃতীয় দফা- বালুরঘাট, মালদহ উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। ভোটগ্রহণ - ২৩ এপ্রিল।
চতুর্থ দফা- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম। ভোটগ্রহণ- ২৯ এপ্রিল।
পঞ্চম দফা- বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। ভোটগ্রহণ- ৬ মে।
ষষ্ঠ দফা- তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুর ও মেদিনীপুর। ভোটগ্রহণ - ১২ মে।
সপ্তম দফা- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। ভোটগ্রহণ ১৯ মে।