7th Pay Commission: নতুন বছরে বড় খবর! এবার বর্ধিত ডিএ দেওয়ার কথা ঘোষণাই করে দিল সরকার...
বর্ধিত ডিএ দেওয়ার কথা ঘোষণা করল তারা। ওডিশা সরকার ঘোষণা করল, সপ্তম বেতন কমিশন মোতাবেক রাজ্য সরকারের চাকরিরত কর্মীরা এবং অবসরপ্রাপ্তকর্মীরা ৪ শতাংশ বর্ধিত হারে ডিএ পাবেন।
একে এক হিসেবে নতুন বছরের গিফট হিসেবেই দেখছেন ওডিশা রাজ্য সরকারের কর্মীরা।
২০২২ সালের ১ জুলাই থেকে কার্যকরী হবে। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই প্রস্তাব অনুমোদন করেছেন।
প্রসঙ্গত, ওডিশা সরকার ৩ শতাংশ ডিয়ারনেস অ্যালোয়েন্স বাড়াবার কথা ঘোষণা করেছিল সেপ্টেম্বরেই। এর ফলে ৩১ শতাংশ থেকে ডিএ গিয়ে পৌঁছল ৩৪ শতাংশে।
এই ঘোষণা করা হয়েছিল ওডিশা ফিসক্যাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ অনুযায়ী। ডিয়ারনেস অ্যালোয়েন্স হল কস্ট-অফ-লিভিং অ্যাডজাস্টমেন্ট।
সরকার বর্ধিত দ্রব্যমূল্যের কারণে সংসারখরচ বেড়ে গেলে দৈনন্দিন খরচের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কর্মীদের এই বর্ধিত টাকাটা দেয়।