Sundarban: মৃত্যুর মুখে সুন্দরবনের রক্ষাকবচ! শুকিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ...
প্রসেনজিত্ সর্দার: সুন্দরবনের নদীর ধারের জঙ্গলে একাধিক ম্যানগ্রোভ গাছ মৃত্যুর মুখে ঢলে পড়ছে। স্থানীয়দের দাবি রাতে ম্যানগ্রোভ গাছে বসে এক ধরনের পোকা সেই পোকাই ক্ষতি করছে এই গাছগুলি। এরকম চলতে থাকলে একটা সময় জঙ্গলে ম্যানগ্রোভ গাছ অনেকটাই কমে যাবে বলে তারা মনে করছে।
সুন্দরবনের নদীর ধারে একাধিক ম্যানগ্রোভ গাছের পাতা-সহ ডাল শুকিয়ে যাচ্ছে। স্থানীয়রা অনেকে মনে করছে এই ম্যানগ্রোভ গাছে এক ধরনের পোকা আসছে রাত্রে করে যে পোকা ক্ষতি করে দিচ্ছে এই সমস্ত ম্যানগ্রোভ গাছ গুলি।
সুন্দরবনে এরকম ক্ষতি হলে একটা সময় ম্যানগ্রোভ গাছ জঙ্গল থেকে অনেকটাই কমে যাবে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে এখনও পর্যন্ত বনদফতরের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ বোঝা যাচ্ছে না যে এই গাছগুলো শুকিয়ে যাওয়ার কারণ কি।
গাছের পাতা থেকে ডাল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। মৃত্যুর মুখে ঢলে পড়ছে গাছগুলি। যে গাছগুলি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বড় বড় দুর্যোগকে হাত থেকে একাধিক গ্রামকে রক্ষা করে সেই ম্যানগ্রোভ গাছ এখন মৃত্যুর মুখে। সুন্দরবনের গোসোবার বিদ্যাধরী নদীর জঙ্গলে একাধিক এই ম্যানগ্রোভ গাছ শুকিয়ে যাচ্ছে। একদিকে যেমন ম্যানগ্রোভ গাছ অসাধু ব্যবসায়ীরা মাছের ফিসারি করার জন্য কেটে ফেলে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা রান্না করার জ্বালানির জন্য গাছ গুলি নষ্ট করে দেয়। কিন্তু এখন নতুনভাবে এই সমস্ত ম্যানগ্রোভ গাছগুলি আপনা আপনি শুকিয়ে যাচ্ছে। তবে কি কারনে এই ম্যানগ্রোভ গাছগুলো মৃত্যুর মুখে ঢলে পড়ছে এখনও পর্যন্ত বনদফতরের তরফ থেকে পরিষ্কার না হলেও, তবে স্থানীয়দের দাবি এক ধরনের পোকা এই ম্যানগ্রোভ গাছে বসে গাছগুলি ক্ষতি করচ্ছে।