কলকাতার উপর দিয়েই বয়ে যাবে `তিতলি`! জোরালো সম্ভাবনা
'তিতলি' আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে সবাই। একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কবে কখন কোথায় আছড়ে পড়বে 'তিতলি'?
শেষ পাওয়া উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে জানা যাচ্ছে, ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় 'তিতলি'।
শেষ কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। যার ফলেই জোরালো হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে 'তিতলি'র আছড়ে পড়ার সম্ভাবনা।
প্রাথমিকভাবে দেখা গিয়েছিল, ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় 'তিতলি' ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।
কিন্তু, গত কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে তিতলি। যার ফলেই আবহাওয়াবিদদের কপালে চিন্তার ভাঁজ। মনে করা হচ্ছে, এভাবে অগ্রসর হলে যেকোনও সময় পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়বে শক্তিশালী এই ঘূর্ণিঝড়।
এখন, পরবর্তী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়বে। তাই স্থলভাগে আছড়ে পড়ার পর ঝড়ের দাপট থাকবে মারাত্মক। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়।
উপকূলে আছড়ে পড়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টি। উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপকূলে যদি 'তিতলি' আছড়ে পড়ে, তাহলে তারপর কলকাতার উপর দিয়েই বয়ে যাবে ঘূর্ণিঝড়।
সেরকমটা হলে কলকাতায় ফিরে আসতে পারে ২০০৯-এর আয়লার ভয়ঙ্কর স্মৃতি।