Pakistan Severe Heatwave: আতঙ্কের নাম হিটওয়েভ! অসহ্য গরমে ১ সপ্তাহেরও কম সময়ে প্রায় ৬০০ জনের মৃত্যু...
করাচিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গিয়েছে গোটা সময়টা জুড়েই! তবে, আর্দ্রতা বেশি থাকায় ওই তাপমাত্রাকেই ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো মনে হচ্ছে!
এমন পরিস্থিতিতে লোকজন হাসপাতালে ছোটাছুটি করছে।
করাচির সিভিল হাসপাতালের জরুরি বিভাগের তরফে জানা গিয়েছে, রবিবার থেকে বুধবারের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত ২৬৭ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে ১২ জন মারা গিয়েছেন।
হাসপাতালে আসা মানুষের অধিকাংশের বয়স ৬০ থেকে ৭০ বছর। কয়েকজনের বয়স ৪৫ বছরের কাছাকাছি। এক তরুণ দম্পতিও ছিলেন, যাঁদের বয়স বিশের কোঠায়।
হিট স্ট্রোকের উপসর্গের মধ্যে রয়েছে-- বমি, পেটের সংক্রমণ ও তীব্র জ্বর। তবে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হিটওয়েভ সেন্টার ও ক্যাম্প স্থাপন করা হয়েছে।