Heatwave: রক্ষা নেই! লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, তীব্র তাপপ্রবাহে পুড়তে হবে ৫ দিন...
রণয় তেওয়ারি: কলকাতায় আজ তাপপ্রবাহ। কলকাতায় আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.১ ডিগ্রি সেন্টিগ্রেড। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা।
তারমধ্যে প্রথম দিন-ই দক্ষিণঙ্গের জন্য লাল সতর্কতা। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কালবৈশাখীর পরিস্থিতি আছে। কিন্তু বাতাসে জলীয় বাষ্প না থাকায় মেঘ তৈরি হচ্ছে না ফলে বৃষ্টির দেখা নেই।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। সাত জেলায় সিভিয়ার হিট ওয়েভের জন্য লাল সতর্কতা। আট জেলায় কমলা সতর্কতা।
একমাত্র স্বস্তি উত্তরবঙ্গের ৩ জেলায়। আজ ও কাল বৃষ্টির সম্ভবনা উত্তরের ৩ জেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়াও চলবে বলে পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের মধ্যে মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য ২০১৪-তে ৪০ ডিগ্রির স্পেল ছিল ৫ দিনের। ২৪ থেকে ২৮ এপ্রিল। ২০১৬-তে ৪০ ডিগ্রির স্পেল ছিল ৯ দিন। এখনও অবধি ৪০ ডিগ্রির সেটাই সর্বোচ্চ স্পেল। এবারে এখনও সেই সংখ্যাটা ৭।