Sex Racket Busted At Garia: স্বামী-স্ত্রী পরিচয়ে ফ্ল্যাট ভাড়া, আসল ঘটনা সামনে আসার পর হতবাক পড়শিরা!
তথাগত চক্রবর্তী: পরিচয় দিয়েছিল স্বামী-স্ত্রীর। সেই পরিচয় দিয়েই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল যুগল। কিন্তু অভিযোগ, স্বামী-স্ত্রী পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে দেহ ব্যবসা চালাত যুগল।
গোপন সূত্রে খবর পেয়ে সেই ফ্ল্যাটে অভিযান চালায় পুলিস। তাতেই পর্দাফাঁস হয় কুকর্মের। দুই নাবালিকা সহ তিনজনকে ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিস।
অন্যদিকে এই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে, গোপাল পান্ডা, ঝুমা দাস ও নিবেদিতা নস্কর নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিস।
ধৃতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হয়। গড়িয়া স্টেশন রোড সংলগ্ন একটি বহুতল আবাসনে ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত, এর আগে বারুইপুরে বিউটি পার্লারের আড়ালে মধুচক্রের পর্দাফাঁস হয়। পার্লারের ভিতর একটা ছোট্ট কেবিনের মধ্যে চলছিল দেহ ব্যবসা।
সেই ঘটনায় চার মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিস।