লকডাউনের মধ্যেই নিত্য এই ফ্ল্যাটে আসতেন অচেনা যুবক-যুবতীরা, প্রতিবেশীরা ঘরে উঁকি দিতেই দেখেন...
কোন্নগর নবগ্রামে একটি গেস্ট হাউসের নিত্য যাতায়াত ছিল অচেনা যুবক যুবতীর। কেউ বলতেন অফিসের কাজে আসছেন, কেউবা বলতেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এসেছেন।
কিন্তু তার আড়ালে যে কী চলত, তা বেশ কিছুদিন ধরেই আঁচ করতে পেরেছিলেন প্রতিবেশীরা। খবর যায় পুলিসের কানেও।
আবাসনের নীচে ওই গেস্টহাউসে বহিরাগত যুবক যুবতীরা ঢুকছে দেখে নবগ্রাম পঞ্চায়েত ও কানাইপুর ফাঁড়ির পুলিসে খবর দেন এলাকার বাসিন্দারা।
পুলিস গিয়ে তল্লাশি চালিয়ে দুই যুবক ও দুই যুবতীকে আটক করে নিয়ে যায়। পঞ্চায়েত থেকে গেস্টহাউসে তালা লাগিয়ে দেওয়া হয়।
জানা গেছে একটি হোটেল বুকিং সংস্থার মাধ্যমে অনলাইনে ঘর বুকিং করে যুবক যুবতীরা গেস্ট হাউসে আসত। সেখানে মধুচক্রের আসর বসত বলে অভিযোগ