চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী সউকত কাইফি, চোখে জল বলিউডের
চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা শাবানা আজমির মা সউকত কাইফি
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর
সউকত কাইফির মৃত্যুর খবর শুনে শাবানা আজমির বাড়িতে ছুটে য়ান তব্বু, ঊর্মিলা মাতন্ডকররা
কিরণ খের থেকে দিব্যা দত্ত প্রত্যেকে নিজেদের সোশ্যাল সাইটে সউকত কাইফির ছবি দিয়ে আপাকে মনে করছেন
সউকত কাইফিকে শেষ শ্রদ্ধা জানাতে তড়িঘড়ি বলিউড তারকারা হাজির হন শাবানা আজমির বাড়িতে
জানা যায়, বার্ধক্যজনিত রোগের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ পর্যন্ত মৃত্যু হয় সউকত কাইফির
তবে মৃত্যুর আগে বাড়িতে ফেরার ইচ্ছা প্রকাশ করেন সইকত কাইফি, সেই অনুয়ায়ী তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
শনিবার বিকেলে শাবানা আজমির মা সউকত কাইফির শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে
সউকত কাইফির মৃত্যুতে চোখে জল বলিউডের
বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে পুরনো সমৃতি রোমন্থন করতে ব্যস্ত বলিউড তারকারা