Shah Rukh Khan: ৭৩০০ কোটির মালিক শাহরুখই ভারতের সর্বোচ্চ করদাতা তারকা, সেরা দশে একমাত্র নায়িকা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দশম স্থানে রয়েছেন শাহিদ কাপুর। তিনি কর দিয়েছেন ১৪ কোটি।
২০ কোটি কর দিয়ে এই তালিকার একমাত্র অভিনেত্রী হলেন করিনা কাপুর।
এই তালিকায় চমকপ্রদ নাম কপিল শর্মা। ২৬ কোটি টাকা দিয়ে তিনি রয়েছেন অষ্টম স্থানে।
হৃতিক রোশন রয়েছেন সপ্তম স্থানে, তিনি দিয়েছেন ২৮ কোটি।
৩৬ কোটি কর দিয়ে ষষ্ঠস্থানে রয়েছেন রণবীর কাপুর।
পঞ্চমস্থানে রয়েছেন অজয় দেবগন, যিনি কর দিয়েছেন ৪২ কোটি।
সর্বোচ্চ করদাতা তারকার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তিনি কর দিয়েছেন ৭১ কোটি।
৭৫ কোটি কর দিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা সলমান খান।
দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তিনি কর দিয়েছেন ৮০ কোটি টাকা।
চলতি বছরে ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে বেশি করদাতার তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। এবছর শাহরুখ কর দিয়েছেন ৯২ কোটি টাকা।