প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কের আঁচ, `প্রাক্তন বান্ধবী`-র বিয়ের প্রশ্নেই চটলেন শাহরুখ?
প্রাক্তন বন্ধুর সম্পর্কে মার্কিন টক শো-এ প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হলে, তিনি একটি লেদার জ্যাকেট দেখান। যেটি শাহরুখ খানের জ্যাকেট বলেই কানাঘুষো শোনা যায়
প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের কি সম্পর্ক ছিল, এমন প্রশ্ন ফের উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে
'আমিও বিয়ে করছি, সবাইকে নিমন্ত্রণ করব' বলে সাংবাদিকদের সামনে হেসে বলেন শাহরুখ খান
'আপনাকে বিয়ের কার্ড পাঠাব,নিমন্ত্রণ করব' বলে জানান এসআরকে
'মেহেন্দির অনুষ্ঠানে অবশ্যই আসবেন' বলে ওই সাংবাদিককে জানান শাহরুখ খান
ডন টু-এর পর থেকে শাহরুখ খানকে আর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করতে দেননি গৌরী খান, শোনা যায় এমন গুঞ্জনও
ডন টু-এর পর আর কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি শাহরুখ, প্রিয়াঙ্কাকে
শোনা যায়, দুবাইতে গিয়েই নাকি প্রিয়াঙ্কার সঙ্গে বিয়েটা সেরে ফেলন শাহরুখ খান, কিন্তু, এ বিষয়ে উপযুক্ত তথ্য কিছু পাওয়া যায়নি
অভিনেত্রীর ৩৬-তম জন্মদিনে নিকের সঙ্গে প্রিয়াঙ্কা বাগদান সেরে ফেলেছেন বলে খবর
চলতি বছরই নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া সাতপাক ঘুরে নেবেন বলে খবর