শ্রাবন্তীর সঙ্গে এই বিশেষ ছবি পোস্ট করলেন সাহেব
শুক্রবার শ্রাবন্তী চক্রবর্তীর সঙ্গে এই বিশেষ ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য।
এই ছবি দেখার পর সকলেই নিশ্চয় ভাবতে শুরু করেছেন ব্যাপারটা কী?
সাহেব ভট্টাচার্য ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে খুব শীঘ্রই দেখা যাবে পরিচালক ত্রিদিব বর্মনের ছবি উড়ান-এ।
উড়ান- ছবিটির জন্যই শ্রাবন্তীর সঙ্গে এই বিশেষ ছবি পোস্ট করেছেন সাহেব।
ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম পৌলমী আর সাহেবকে দেখা যাবে রোমিতের চরিত্রে।
এই ছবিতে সাহেব-শ্রাবন্তী ছাড়াও দেখা যাবে অভিনেকা সুব্রত দত্তকে।