`প্রাক্তন` প্রিয়াঙ্কাকে ভুলে মনীষার জন্মদিন সেলিব্রট শাহরুখের!
১৬ অগস্ট নিজের ৪৮ বছরের জন্মদিন সেলিব্রেট করেন অভিনেত্রী মণীষা কৈরালা। জন্মদিন পার্টিতে হাজির ছিলেন একাধিক বলিউড তারকা (ছবিতে মা ও রেখার সঙ্গে মণীষা)
জন্মদিন পার্টিতে মা সুষমা কৈরালার সঙ্গে মণীষা।
জন্মদিনের পার্টিতে বাবা প্রকাশ কৈরালার সঙ্গে মণীষা।
জন্মদিন পার্টিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে মণীষা কৈরালা।
একদিকে যখন বেশকয়েকদিন ধরে প্রিয়াঙ্কা-নিকের বাগদান নিয়ে সরগরম বিটাউন, অন্যদিকে 'দিল সে'-এর সহ অভিনেত্রী মণীষাকে নিজের হাতে কেক খাইয়ে দিলেন শাহরুখ।
জন্মদিনের পার্টিতে রেখার সঙ্গে মণীষা কৈরালা।
জন্মদিনের পার্টিতে পরিচালক সঞ্জয়লীলা বনশালি সহ একাধিক ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে মণীষা।
মণীষার জন্মদিন পার্টিতে হাজির তাঁর বি-টাউনের বন্ধুরা।