বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি, ভাইরাল Shahrukh কন্যা Suhana-র ছবি
এখনও বলিউডে পা রাখেননি, তবে তাতে কী! কোনও বলিউড ডিভার থেকে কম যান না শাহরুখ কন্যা সুহানা খান। সম্প্রতি, বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করতে দেখা গেল সুহানা খানকে।
সোশ্যাল মিডিয়াতে বাবা শাহরুখ খানের মতোই জনপ্রিয় সুহানা। বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে সুহানা পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।
ছবিতে স্লিভলেস ক্রপ টপ, এবং পেনসিল স্কার্টে সুপার হট লুকে ধরা দিয়েছেন সুহানা।
এই মুহূর্তে মার্কিন মুলুকে পড়াশোনা করছেন সুহানা খান। সম্প্রতি মুম্বই ছেড়ে আমেরিকা উড়ে গিয়েছেন তিনি। তাঁকে বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলেন খোদ কিং খান। সেখানেই বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা গেল শাহরুখের মেয়েকে।
এদিকে আমেরিকা উড়ে যাওয়ার আগে মুম্বইয়েও বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় সুহানাকে। গত ২৮ জানুয়ারি সেই পার্টির ছবিও পোস্ট করেছিলেন তিনি।
সুহানার সঙ্গে সেই পার্টিতে দেখা গিয়েছিল শানায়া কাপুর, অন্যান্যা পান্ডে, নভ্যা নভেলি নন্দা-কে।