ক্রিকেট থেকে নির্বাসিত, অন্য খেলায় মেতে উঠলেন শাকিব
বুকিরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু তিনি কোনওভাবেই বুকিদের প্রস্তাবে সায় দেননি। বুকিদের প্রশয়ও দেননি। তবুও তাঁকে শাস্তি ভোগ করতে হচ্ছে। কারণ, বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান গোটা ঘটনা আইসিসির দুর্নীতিদমন শাখার কাউকে জানাননি। নিয়মভঙ্গের জন্য দুবছরের জন্য নির্বাসিত করা হয়েছে শাকিবকে।
ক্রিকেটের বাইরে এবার শাকিব ব্যবসাতেও হাত পাকাতে চান। শুরু করছেন কাঁকড়া চাষ।
কাঁকড়া চাষের পাশাপাশি এবার ফুটবলও খেলছেন শাকিব। ফুটি হ্যাগসের হয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।
কোরিয়ান এক্সপ্যাটের সঙ্গে ম্যাচটি হয় ঢাকার আর্মি স্টেডিয়ামে। ফুটি হ্যাগস ম্যাচটি ৩–২ গোলে জিতে নেয়।
শাকিবের নির্বাসন উঠবে ২০২০ সালের ২৯ অক্টোবর।