বাজেট ঘোষণার পর চাঙ্গা শেয়ার বাজার,৫০০০০ পার করল সূচক
নিজস্ব প্রতিবেদন: বাজেটের পরের দিনই চাঙ্গা শেয়ার মার্কেট। মঙ্গলবার বাজার খুলতেই নিফটি ১৪,৫০০ পয়েন্ট পার করে যায়৷ বোম্ব স্টক এক্সচেঞ্জে ৩০ শতাংশ শেয়ারের ইনডেক্স সেনসেক্স ৭৩৪ পয়েন্ট অর্থাৎ ১.৫১ শতাংশ বৃদ্ধির সঙ্গে খোলে৷
দুপুরের আগেই পার করে যায় ১০০০ পয়েন্ট। পৌঁছে যায় ৪৯,৬০০ পয়েন্টে। জানা গিয়েছে,ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে নিফটি ২২০ অঙ্কে ব্যবসা চালাচ্ছে৷ যার জন্য ১.৫৫ শতাংশ বৃদ্ধি হয়েছে৷
অটো, ব্যাঙ্কিং, আইটি, উপভোগ্য পণ্য, ক্যাপিটাল গুডস সমস্ত শেয়ারের অটো, ব্যাঙ্কিং, আইটি, উপভোগ্য পণ্য, ক্যাপিটাল গুডস সমস্ত শেয়ারের দাম বেড়ে গিয়েছে।
বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে বড় লাফ দেখা গেছে৷ ১৯৯৯ সালের পর প্রথমবার বাজেটের দিন শেয়ার বাজারে ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে৷