তৈমুরকে নিয়ে চিন্তায় রয়েছেন, প্রকাশ্যেই বলে ফেললেন শর্মিলা ঠাকুর
করিনা আবার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। তৈমুরের জন্মের কয়েক বছর পর এবার ফের নতুন অতিথি হাজির হচ্ছে পতৌদি এবং কাপুর পরিবারে। যা নিয়ে দুই পরিবারই বেশ উচ্ছ্বসিত। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পরও সমানভাবে নিজের কাজ করে চলেছেন করিনা কাপুর খান। কখনও সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন বেবো আবার কখনও ফটোশুট নিয়ে। মায়ের সঙ্গে এখন সব সময় দেখা যাচ্ছে তৈমুরকেও
সইফ-করিনা যখন দ্বিতীয় সন্তানের আগমনের জন্য অপেক্ষা করছেন, সেই সময় তৈমুরকে নিয়ে তিনি যে বেশ চিন্তিত, তা স্পষ্ট করে দিলেন ঠাকুমা শর্মিলা ঠাকুর
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হন শর্মিলা। সেখানে তিনি জানান, জন্মের পর থেকে ক্যামেরার নজরে সব সময় রয়েছে তৈমুর। কখনও ক্যামেরার নজর এড়িয়ে এক পাও চলতে পারে না ছোট্ট টিম। যে বিষয়ে তিনি বেশ চিন্তিত। শর্মিলা জানান, তাঁদের পরিবারের প্রত্যেক সদস্যই ক্যামেরার নজরে থাকেন কিন্তু সেটি নির্দিষ্ট সময় পরে। তৈমুর এখন খুব ছোট। ওকে নিয়ে যেভাবে পাপারাতজি সব সময় ব্যস্ত থাকে, তাতে ছোট্ট মনের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বলিউডের এক সময়ের প্রথম সারির অভিনেত্রী
শর্মিলা আরও বলেন, তৈমুর এখনও খুব ছোট তাই ও সবকিছু বোঝে না। তাঁর কথায়, জন্মের পর থেকে যেভাবে সব সময় পাপারাতজির নজরে থেকে তৈমুর, তাতে আর পাঁচজন সাধারণ শিশুর মতো ও বড় হতে পারবে না হয়ত। সেই কারণেই টিমকে নিয়ে তিনি চিন্তায় রয়েছেন বলে স্পষ্ট জানান শর্মিলা
প্রসঙ্গত, এর আগে কখনও করিনা কাপুর খান আবার কখনও সইফ আলি খান সংবাদমাধ্যমের কাছে আর্জি জানান, যাতে সব সময় টিমকে নিয়ে মাতামাতি না করা হয়। সব সময় ক্যামেরার ফ্ল্যাশে থাকার ফলে তৈমুর সাধারণ ছোটবেলা পাওয়া থেকে বঞ্চিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন করিনা কাপুর খান।