নাশকতার ছক! মারাত্মক দুর্ঘটনা থেকে বাঁচল দ্রুতগতির Shatabdi Express
বড়সড় দুর্ঘটনা এড়াল শতাব্দী এক্সপ্রেস। ঝাঁসি ও করারি স্টেশনের মাঝে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু চালকের তত্পরতা কাজে দিল।
লাইনে পাথর রেখে দিয়েছিল কে বা কারা! বড় আকারের পাথরে ধাক্কা খেয়ে ইঞ্জিন বা কামরা লাইনচ্যুত হতে পারত। কিন্তু শেষমেশ কোনওরকমে সামলে নেন চালক। ইঞ্জিনের সঙ্গে পাথরের ধাক্কার শব্দ পাওয়া মাত্র তিনি ট্রেন থামিয়ে দেন।
02001 হাবিবগঞ্জ-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস দাতিয়ার দিকে যাচ্ছিল। তখনই ইঞ্জিনের সঙ্গে বড়সড় কিছুর ধাক্কার শব্দ পান চালক। লোকো পরীক্ষক, রেল পথ পরীক্ষক সঙ্গে সঙ্গে ঘটনস্থলে ছুটে আসেন।
সন্ধ্যে সাড় ছটা নাগাদ এই ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয়ের নামে অভিযোগ দায়ের করে তদনত শুরু করেছে রেল পুলিস।
জানা গিয়েছে, লাইনের উপর বেশ খানিকটা তফাতে তিনটি বড় পাথর রেখে দিয়েছিল কেউ বা কারা! দুটি পাথরের সঙ্গে ইঞ্জিন ধাক্কা লাগতেই জোরে শব্দ হয়।