``দেশ থেকে তাড়ান, নেশাড়ুদের নিয়ে যা ইচ্ছে করুন কিন্তু বলুন সুশান্তকে কে মেরেছে?``
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে ৩ মাসেরও বেশি সময় কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি অভিনেতার মৃত্যুর কারণ কী! যা নিয়ে নানা জল্পনা এখনও অব্যাহত
সুশান্ত সিং রাজপুতকে কে খুন করেছে এবং কেন? সেই উত্তর দেওয়া হোক। এবার এমনই প্রশ্ন করলেন শেখর সুমন
সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ট্যুইট করন শেখর সুমন। সেখানে তিনি বলেন, নেশাড়ুদের দেশ থেকে বের করে দিন। জেলে ভরে দিন। ফিল্ম থেকে বাদ দিন। তাঁদের সঙ্গে যা ইচ্ছা তাই করুন কিন্তু বলুন সুশান্তকে কে খুন করেছে এবং কেনো!
সুশান্তের মৃত্যুর পর কোথায় গেলেন নীরজ সিং, সিদ্ধার্থ পিঠানি, স্যামুয়েল মিরান্ডা, অ্যাম্বুলেন্স চালকরা!
সেই সঙ্গে সুশান্তের মৃত্যুর পর বোরখা পরা মহিলা কোথায় গেলেন বলেও প্রশ্ন তোলেন শেখর সুমন