Shikhar Dhawan: `জার্নি শেষ`, ফ্যান-দের কাঁদিয়ে আচমকাই আলবিদা `গব্বরে`র!
অর্কদীপ্ত মুখার্জি: ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের ‘গব্বর’ শিখর ধাওয়ান। এক দশকের ক্রিকেট ক্যরিয়ারে দাঁড়ি টানলেন ধাওয়ান।
শনিবাসরীয় সকালে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিয়ো বার্তা পোস্ট করে ক্রিকেটকে আলবিদা জানান ধাওয়ান।
ধাওয়ান লিখেছেন, "আমি যখন আমার ক্রিকেট জার্নির এই অধ্যায় শেষ করছি, তখন আমার সাথে আমি অগণিত স্মৃতি ও কৃতজ্ঞতা নিয়ে যাচ্ছি। ভালবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ! জয় হিন্দ!"
২০১৩ সালে অভিষেক করা ধাওয়ান দেশের হয়ে ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ খেলেছেন।
ওয়ানডে-তে প্রায় ৪৪ গড়ে ৬৭৯৩ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ১৭টি শতরান এবং ৩৯টি অর্ধশত রানের মালিক তিনি।
টেস্টে ৪০.৬১ গড়ে গব্বরের সংগ্রহ ২৩১৫ রান। টি-২০ ক্রিকেটে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান।