Shilpa Shetty Birthday: জন্মদিনে নিজেই নিজেকে দিলেন বহুমূল্যের উপহার, যার ঝলক দেখে চক্ষু চড়কগাছ ফ্যানেদের
নিজস্ব প্রতিবেদন: বুধবার শিল্পা শেট্টির ৪৭ তম জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে নায়িকার প্রোফাইল।
জন্মদিনে নিজেই নিজেকে বহুমূল্যের উপহার দিলেন শিল্পা।
নিজের জন্য কিনেছেন একটি ভ্যানিটি ভ্যান। সেই ভ্যানে রয়েছে বেশ কিছু স্পেশাল সুযোগ সুবিধা।
সেখানে রয়েছে হেয়ার ওয়াশ স্টেশন, যা সচরাচর দেখা যায় না ভ্যানিটি ভ্যানে।
ফিটনেস নিয়ে খুবই সচেতন শিল্পা। ভ্যানিটি ভ্যানে একটি যোগা ডেক রেখেছেন শিল্পা। এবার কাজের মাঝেই যোগ ব্যায়াম করবেন শিল্পা।
ভ্যানিটি ভ্যানটি কোনও প্যালেসের থেকে কম নয়। শিল্পা জানান যে, এটাই তাঁর জন্মদিনের সেরা উপহার।