Kalna: প্রাচীন পুকুর কাটতে গিয়ে পাওয়া গেল শিবলিঙ্গ! উৎসবে মাতল গ্রাম
সঞ্জয় রাজবংশী: আকারে ছোট। প্রাচীন পুকুর সংস্কার করতে গিয়ে পাওয়া গেল শিবলিঙ্গ! কীভাবে? শিবলিঙ্গটিকে মন্দিরে রেখে পুজোপাঠ শুরু করেছেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়।
চৈত্র মাসে গ্রামবাংলার পরিচিত উৎসব গাজন। একমাস ধরে চলে শিবের আরাধনা। আনন্দে মেতে ওঠে আট থেকে আশি।
গাজন উৎসব হয় কালনার বাসাই গ্রামেও। কথিত, গ্রামেরই একটি পুকুরে নাকি শিবকে স্নান করানো হত!
বাসাই গ্রামের যে পুকুরে শিবকে স্নান করানো হত, সেই পুকুরটি শিবপুকুর নামেই পরিচিত।
সংস্কারের অভাবে সেই শিবপুকুর এখন মজে গিয়েছে। পুকুরটি ফের খনন করার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা।
এদিন যখন পুকুর খননে কাজ চলছিল, তখন মাটির নিচে থেকে বেরিয়ে আসে একটি শিবলিঙ্গ!
শিবলিঙ্গকে প্রথমে হলুদ মাখিয়ে স্নান করান গ্রামবাসীরা। এরপর গ্রামের একটি মন্দিরে প্রতিষ্ঠা করে শুরু হয় পুজোপাঠ।
এই পুজোকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজ বাসাই গ্রামে। খবর চাউর হতেই আশেপাশের গ্রাম থেকেই ভিড় জমাচ্ছেন অনেকেই