Naga Chaitanya-Sobhita Dhulipala Wedding: চলছে শোভিতার সঙ্গে প্রাক-বিবাহ অনুষ্ঠান, বিচ্ছেদের পরেও নাগা চৈতন্যর জীবনে সামান্থা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর এবার শোভিতা ধুলিপালার সঙ্গে বিয়ে করছেন নাগা চৈতন্য।
ছেলের বিয়ে নিয়ে বেশ খুশি অক্কিকেনি পরিবার। ইতোমধ্যেই বিয়ের উপহার হিসাবে ২.৫ কোটির একটি গাড়ি উপহার দিয়েছেন নাগার্জুন।
আগামী ৪ ডিসেম্বর, অন্নপূর্ণা স্টুডিয়োতে বিয়ে করবেন শোভিতা ও নাগা চৈতন্য। শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাগা ও শোভিতার প্রাক-বিবাহ অনুষ্ঠানের ছবি। একেবারে রীতি নীতি মেনেই চলছে অনুষ্ঠান।
বিয়ের অনুষ্ঠানের ভাইরাল ছবিতেই দেখা গেল সামান্থাকে। আর তা নিয়েই শুরু চর্চা।
সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি, তারপরেও নাগার জীবনে রয়ে গেলেন সামান্থা!
সামান্থা যেন কোনওভাবে ছেড়ে যাচ্ছেন না নাগা চৈতন্যকে। তবে ওই নাম সর্বস্ব।
শোভিতা-নাগার নয়া জীবনে সামান্থা আসলে সামান্থা রুথ প্রভু নন। তিনি অভিনেত্রীও নন।
শোভিতার দিদির নাম সামান্থা ধুলিপালা, তিনি পেশায় ডাক্তার।
দিদি সামান্থার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্টের পরেই এই নিয়ে শুরু হয় চর্চা। তবে এর সঙ্গে সামান্থা রুথ প্রভুর কোনও সম্পর্ক নেই।