স্ত্রীর সঙ্গে থেকেই কঙ্গনার সঙ্গে লিভ ইন! হৃত্বিককে নিয়ে বিস্ফোরক বলিউড `কুইন`
কখনও আদিত্য পাঞ্চলি আবার কখনও অধ্যায়ন সুমন, প্রাক্তনদের নিয়ে এক এক সময় বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা রানাউত। সেই তালিকা থেকে বাদ পড়েননি হৃত্বিক রোশনও। হৃত্বিককে নিয়ে কঙ্গনা যে মন্তব্য করেন, তা সরগরম করে তোলে গোটা বলিউডকে
কঙ্গনা অভিযোগ করেন, কৃষ টু-এর শ্যুটিংয়ের সময়ই হৃত্বিকের সঙ্গে গোপনে সম্পর্কে জড়ান তিনি। তাঁর সঙ্গে সম্পর্কে জড়ানোর পরও তা সর্বসমক্ষে স্বীকার করতে চাননি হৃত্বিক। শুধু তাই নয়, স্ত্রীকে ছেড়ে তিনি কখনওই কঙ্গনার কাছে আসতে পারবেন না বলেও নাকি জানান কঙ্গনাকে
শুধু তাই নয়, স্ত্রীকে বিচ্ছেদ না দিতে পারলে, হৃত্বিক তাঁকে মুক্তি দিন বলে দাবি করেন কঙ্গনা। কিন্তু তাতেও রাজি হননি হৃত্বিক। তিনি কখনওই কঙ্গনাকে ছাড়তে পারবেন না বলেও জানান বান্ধবীকে। এরপরই ক্ষেপে যান কঙ্গনা
এসবের মাঝে আচমকাই সুজানের সঙ্গে বিচ্ছেদের মামলা দায়ের করেন হৃত্বিক। ওই সময়ই ফের কঙ্গনাকে তিনি লুকিয়ে বিয়ের প্রস্তাব দেন বলে অভিনেত্রীর দাবি
শুধু তাই নয়, হৃত্বিকের কথা না শুনলে, কঙ্গনার সঙ্গে তাঁর কাটানো মুহূর্ত, গোপন সব ছবি ফাঁস করে দেবেন বলেও হুমকি দেন হৃত্বিক। যা অবশ্য অভিনেতা কখনওই স্বীকার করেননি