গোয়ার সমুদ্র সৈকতে Sun Kissed এর ছবি শেয়ার করলেন Riya Sen
গোয়ার সর্বত্রই দেশি-বিদেশি বিকিনি গার্লসদের ছড়াছড়ি৷ তবে তিনি যদি অভিনেতা রিয়া সেন হয় তাহলে তো কোনও কথাই নেই, গোয়ার সমুদ্র সৈকতে Sun Kissed এর ছবি শেয়ার করলেন আর তাতেই কুপোকাত তাঁর ফ্যানেরা।
বাংলা ইন্ডাস্ট্রিতে 'নৌকাডুবি', 'রোগা হওয়ার সহজ উপায়'র মত ছবির পর আপাতত তাঁর শেষ কাজ Hoichoi -এর 'মিসম্যাচ ২' যা দিয়ে বহু বাঙালি দর্শকের মন জয় করেছেন তিনি।
সম্প্রতি তিনি YOGA নিয়ে ব্যস্ত, অবশ্য যদি কেউ রিয়ার ফ্যান হন, তাহলে তাঁর Yoga র প্রতি অদম্য যে ভালবাসা সে কথা নতুন করে জানানোর অপেক্ষা রাখে না।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে জানান তিনি প্লাস্টিক বিউটিতে বিশ্বাসী নন, প্লাস্টিক সার্জারি আলাদা করে সুন্দর করতে পারে না, ভিতরের সৌন্দর্যই আপনাকে সুন্দর করে তুলবে।
মুনমুন সেনের এই কন্যা সবসময় নিজের Yoga করার ও অন্যান্য নিজের ফিটনেস ভিডিও শেয়ার করে সবসময় তাঁর ফ্যানদের অনুপ্রেরণা দিতে থাকেন।
বর্তমানে তিনি সার্টিফায়েড ট্রেনারও, সে কথা নিজেই তাঁর সোশ্যাল পেজে শেয়ার করেন।
২০১৭ সালে শিবম তিওয়ারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা।
Riya Sen এর বলিউডে অভিনয় করা ছবির সংখ্যাও কম নয় ‘Jhankar Beats’, ‘Apna Sapna Money Money’, ‘Shaadi No. 1’