KKR | IPL 2025: পঁচিশে বদলের কলকাতা; নেতৃত্ব না দল খোয়াচ্ছেন শ্রেয়স? শাহরুখ-শিবিরে খবরের সাইক্লোন
আইপিএল নিলামের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে নাকি রিয়াদে তা অনুষ্ঠিত হতে পারে। তবে নিলামের আগেই একের এক খবর আসছে কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে! এই প্রতিবেদনে চোখ বুলিয়ে দেখে নিন, শাহরুখ-শিবিরে ঠিক কী চলছে...
গৌতম গম্ভীরের পর কেকেআরের দ্বিতীয় শিরোপা জয়ী অধিনায়কের নাম শ্রেয়স আইয়ার। আইপিএল ২০২৪-এ ১৪ ইনিংসে ৩৫১ রান করা শ্রেয়স যে থাকছেনই তা এখনই বলে দেওয়া যাচ্ছে না। ৩১ অক্টোবর ডেডলাইন। ১০ ফ্র্যাঞ্চাইজিকে ওই তারিখের মধ্য়েই ধরা-ছাড়া খেলোয়াড়ের তালিকা দিতে হবে বিসিসিআই-কে। জানা যাচ্ছে শ্রেয়সকে ধরে রাখলেও কেকেআর নাকি আর তাঁকে অধিনায়কের চেয়ারে রাখবে না!
শ্রেয়স আইয়ারকে ধরে রাখা হবে বলেই খরব। যদিও সবচেয়ে দামি ট্য়াগ তাঁর নেই। শ্রেয়সকে ২০২২ সালের নিলামে ১২.২৫ কোটি টাকায় কেকেআর নিয়েছিল। রিপোর্ট বলছে যে, কেকেআর যদি শ্রেয়সের নেতৃত্ব কেড়ে নেয়, তাহলে তিনি নিলামে উঠবে
শ্রেয়স যদি নিজেকে নিলামে তোলেন, তাহলে একাধিক ফ্র্য়াঞ্চাইজি তাঁকে নেওয়ার জন্য় ঝাঁপাতে পারে! একজন ভারতীয় অধিনায়কের সবসময়ে চাহিদা থাকে। পঞ্জাব, বেঙ্গালুরু, দিল্লির মতো দল ভালো অধিনায়কের সন্ধানে রয়েছে। সেক্ষেত্রে তারা মোটা টাকা দিয়েই শ্রেয়সকে নিতে পারে। নেতৃত্বের পাশাপাশি, শ্রেয়স একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটার এবং গেম-চেঞ্জার।
সুনীল নারিনের মতোই আন্দ্রে রাসেলের উপরেও কেকেআরের বরাবর ভরসা। এবারও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। রাসেল চলতি বছর আইপিএলে ৯ ইনিংসে ২২২ রান করেছিলেন। সেই সঙ্গে ১৪ ইনিংসে বল করে ১৯টি উইকেটও নেন তিনি। নারিন এবং রাসেলের মধ্য়ে বেছে নিতে হলে, কেকেআররে নাকি রাসেলকেই বেছে নেবে! ২০২২ সালের নিলামে, রাসেলকে ১২ কোটি টাকায় ধরে রেখেছিল কেকেআর। জানা যাচ্ছে এবার অনেক বেশি টাকাতেই তাঁকে রাখবে শাহরুখের টিম।