বিয়ের দিন কীভাবে সেজেছিলেন অমিতাভ-কন্যা, দেখুন সেই ছবি
এই প্রজন্মের বিয়েতে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে। ডেস্টিনেশন ওয়েডিংয়ের পাশাপাশি আজকাল বিয়েতে লাল বা গোলাপী রঙের আধিপত্য বদলে জায়গা করে নিচ্ছে সাদা, হালকা গোলাপী রঙের শাড়ি বা লেহেঙ্গা। উদাহরণ হিসাবে অনুষ্কা শর্মা ও সোনম কাপুরের বিয়েই ধরতে পারেন। সোনমের বিয়ের মেহেন্দিতে আইভরি রঙের লেহেঙ্গার কথা কেউই এখনও ভুলতে পারেননি।
তবে অনুষ্কা বা সোনম কেউই বলিউডে এই ট্রেন্ড শুরু করেননি। বরং তা শুরু হয়েছিল ২২ বছর আগে। অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দার হাত ধরে।
AJSK-এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে শ্বেতা বচ্চন নন্দা ও নিখিল নন্দার বিয়ের বেশ কিছু অদেখা ফটো প্রকাশ্যে আনেন ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলা। বচ্চন পরিবারের পারিবারিক ফটো অ্যালবামের অন্তর্ভূক্ত এই ছবিগুলি।
মেহেন্দি ও সঙ্গীতের জন্য সাদা ও সোনালি রঙের চিকনকারি কাজের লেহেঙ্গাই পছন্দ করেছিলেন শ্বেতা। মাথায় ছিল ফুলের কাজ করা ওড়না।
শ্বেতা বচ্চনের পাশে দেখা যায় অভিষেক বচ্চনকে। তাঁর পরনেও ছিল সাদা কুর্তা ও ওড়না।
একটি ছবিতে দেখা যায় অমিতাভ ও তাঁর পাশে জয়া বচ্চনকে। বিগ বির পরনে সাদা কুর্তা, গলায় মালা ও মাথায় লাল পাগড়ি। জয়া পরেছিলেন লালের উপর সোনালি কাজ করা শাড়ি।
বাঙালি মতে বিয়ের জন্য মেরুন রঙের ভেলভেট ঘাগরায় সেজেছিলেন শ্বেতা।
রেশম, ক্রিস্টালের বুটি দিয়ে কাজ করা ছিল সারা লেহেঙ্গায়। মাথায় ছিল নেটের ওড়না।