Aishwarya-র কোন অভ্যেস অপছন্দ, প্রকাশ্যেই জানান ননদ শ্বেতা

Wed, 03 Feb 2021-1:16 pm,

করিশ্মা কাপুরের সঙ্গে বিচ্ছেদর পর ঐশ্বর্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিষেক বচ্চন। জুনিয়র বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বিয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং বচ্চন বাড়ির বউমার পাশাপাশি ঐশ্বর্য একজন সুদক্ষ মা-ও। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে ঐশ্বর্যর জীবনে যে আমূল পরিবর্তন হয়েছে, তা বার বার প্রকাশ করেছেন রাই। বলিউডের সফল অভিনেত্রীর পাশাপাশি ঐশ্বর্য যে একজন দক্ষ পুত্রবধূ, সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে বার বার। এবার সেই ঐশ্বর্য রাই বচ্চনের বিরুদ্ধে মুখ খুললেন শ্বেতা বচ্চন?

কফি উইথ করণের একটি এপিসোডে হাজির হয়ে ঐশ্বর্য রাই বচ্চনের বিরুদ্ধে মুখ খোলেন শ্বেতা বচ্চন। করণের সামনে ঐশ্বর্যকে নিয়ে মুখ খোলেন শ্বেতা। কফি উইথ করণের সেই পুরনো ভিডিয়ো ফের নতুন করে একবার ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে শ্বেতা জানান, ঐশ্বর্যর একটি অভ্যেসকে তিনি 'ঘৃণা' করেন।

শ্বেতা জানান, ঐশ্বর্যকে ফোন করলে মাঝে মধ্যেই তাঁকে পাওয়া যায় না। এমনকী, মেসেজ করলেও মেলে না উত্তর। রাইয়ের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা হলেও, তিনি হয় ফোন দেখেন  না, না হলে মেসেজের উত্তর দেন না। ঐশ্বর্যর এই অভ্যেস তাঁর একেবারেই পছন্দ নয়। রাইয়ের উচিত তাঁর এই অভ্যেসে বদল আনা। এমন মন্তব্যও করতে শোনা যায় শ্বেতাকে 

তবে ফোন বা মেসেজের উত্তর না দেওয়ার খারাপ অভ্যেস থাকলেও, ঐশ্বর্য একজন ভাল মা। মেয়ের বিষয়ে কখনও কোনও খামতি হতে দেন না রাই। পাশাপাশি ঐশ্বর্য খুব পরিশ্রমী। রাই যেভাবে নিজের কেরিয়ার তৈরি করেছেন এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন, এ বিষয়ে তিনি রাইকে সম্মান করেন বলেও জানান শ্বেতা 

ঐশ্বর্যর পাশাপাশি অভিষেক বচ্চনকে নিয়েও মুখ খোলেন শ্বেতা বচ্চন। তিনি বলেন,অভিষেকের মজা করার যে ধরন, তা মোটেই তাঁর পছন্দ নয়। এমনকী, অভিষেক মা জয়া বচ্চনের তুলনায় স্ত্রী ঐশ্বর্যকে বেশি ভয় পান বলেও করণের শোয়ে মন্তব্য করতে শোনা যায় শ্বেতা বচ্চনকে 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link