দুই সন্তানকে নিয়ে Mahabaleshwar-র জঙ্গলের পথে Shweta
সময় পেলে মাঝেমধ্যেই দুই সন্তানকে নিয়ে বেড়াতে চলে যান অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সম্প্রতি, মেয়ে পলক ও ছেলে রেয়াংশকে নিয়ে মহাবালেশ্বর বেড়াতে গিয়েছিলেন শ্বেতা। তারই কিছু মুহূর্ত উঠে এসেছে শ্বেতার ইনস্টাগ্রাম পোস্টে। ছবিতে বেড়াতে গিয়ে ছেলে রেয়াংশকে খাওয়াতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
ছেলে রেয়াংশের হাত ধরে মহাবালেশ্বরের জঙ্গল ভ্রমণে শ্বেতা তিওয়ারি।
ছেলেকে স্ট্রবেরি মিল্কশেক খাওয়াতে দেখা যাচ্ছে শ্বেতাকে। অভিনেত্রী নিজে খাচ্ছেন কফি আর স্ন্যাকস।
মা শ্বেতার সঙ্গে মহাবালেশ্বরের জঙ্গল ভ্রমণের সময় কালো পোশাকে নজর কাড়লেন পলক।
ছেলেকে পিঠে নিয়েই মহাবালেশ্বরের জঙ্গলের পথে হাঁটতে দেখা গেল শ্বেতাকে।
বেড়াতে গিয়ে স্ট্রবেরি আইসক্রিমে মন দিয়েছেন শ্বেতা। প্রসঙ্গত, মহাবালেশ্বর হল মহারাষ্ট্রের অন্যতম পর্যটন কেন্দ্র। যেখানে পাহাড়, জঙ্গল, জলপ্রপাত, সবই রয়েছে।