Shweta Tiwari: গরম পড়েছে, জলে নামলেন শ্বেতা, নেটপাড়া বলছে উফফফ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্বেতা তিওয়ারির বয়স এখন ৪২। কিন্তু তা দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই। হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী প্রায়ই সোশ্যাল মিডিয়ার ঘুম কেড়ে নেন। বোল্ড ফটো আপলোড করে নেটিজেনদের দরদর করে ঘামান তিনি। এবার শ্বেতা পুলে নামলেন। বাড়িয়ে দিলেন তাপমাত্রা।
শ্বেতা তিওয়ারির সুইমস্যুটে ছবি দেখে নেটিজেনরা আবারও বলছেন উফফফ....!!!
গরম পড়েছে। শ্বেতাও নেমে পড়েছেন জলে। অভিনেত্রী বেছে নিয়েছেন গোলাপি হল্টারনেক পলকা ডটেড সুইমস্যুট।
সুইমস্যুটে শ্বেতা গোলাপি সুইমস্যুটে একাধিক ছবি পোস্ট করেছেন। শ্বেতার সঙ্গে জলকেলিতে মেতেছে শ্বেতার ছেলে রেয়াংশ কোহলি।
শ্বেতার কন্যা পালক তিওয়ারিও ফ্যাশন দুনিয়ায় ধীরে ধীরে করে নিচ্ছেন নিজের নাম।