EXPLAINED | Siddarth Kaul: তিনি বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা, ধোনি-কোহলির সঙ্গেও খেলেছেন, এই পেসার এখন হলেন SBI কর্মী!

Tue, 03 Dec 2024-3:18 pm,

ভারতের প্রাক্তন পেসার সিদ্ধার্থ কৌল সব রকমের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন গত ২৮ নভেম্বর। আর ৩ ডিসেম্বর তিনি নতুই ইনিংসের শুভ সূচনা করে দিলেন। সেই সিদান্তও সিদ্ধার্থ সমাজমাধ্যমে একটি সেলফি পোস্ট করে জানিয়েছেন। 

ক্রিকেট ছেড়ে এখন সিদ্ধার্থ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যোগ দিলেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) কর্মী হলেন। চণ্ডিগড়ের সেক্টর ১৭-তে অবস্থিত এসবিআইয়ের প্রধান শাখায় এবার দেখা যাবে সিদ্ধার্থকে।

 

সিদ্ধার্থ দেশের জার্সিতে ৩টি ওডিআই, ৩টি টি-২০ আই (৪ উইকেট) খেলেছেন। ২০১৮-২০১৯ পর্যন্ত তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। খেলেছেন এমএস ধোনি ও বিরাট কোহলির মতো সুপারস্টারদের সঙ্গেই। এমনকী সিদ্ধার্থকে আন্তর্জাতিক ডেবিউ ক্য়াপ তুলে দিয়েছিলেন কিংবদন্তি ধোনিই। বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে ভারত জিতেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে সিদ্ধার্থ নিয়েছিলেন ১০ উইকেট। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন তিনিই।

পঞ্জাবের স্টার ক্রিকেটার ছিলেন তিনি। ৮৮ টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯৭টি উইকেট আছে তাঁর। ১১১টি লিস্ট এ গেমে ১৯৯টি উইকেট আছে সিদ্ধার্থর। অবদান রেখেছেন আইপিএলেও। ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলসের (অধুনা দিল্লি ক্য়াপিটালস) সঙ্গে পথ চলা শুরু করেছিলেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন। ২০১৭ ও ২০১৮ সালে তিনি যথাক্রমে ১৬ এবং ২১ উইকেট নিয়েছিলেন। আরসিবি-তে সিদ্ধার্থ ২০২১ সালে ঢুকে পড়েছিলেন। কিন্তু তারপর থেকে আর সেভাবে সুযোগ পাননি।

 

সিদ্ধার্থর ​​ক্রিকেট-পরবর্তী কেরিয়ারের পদক্ষেপ ফ্য়ানরা খুব ভালো ভাবেই গ্রহণ করেছেন। অনেকেই সিদ্ধার্থর ​​নম্রতা এবং দৃঢ়তার প্রশংসা করেছেন। সিদ্ধার্থ তাঁর অবসরের নোটে ক্রিকেট সম্প্রদায়কেই কুর্নিশ জানিয়েছেন।তাঁর খেলা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকেও সাধুবাদ দিয়েছেন। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যাঁরা তাঁর ক্রিকেটীয় যাত্রায় পাশে ছিলেন।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link