দহি হান্ডি থেকে রাসলীলা, জেনে নিন জন্মাষ্টমীর নানা দিক
সারাদিন উপোস থাকার পর কৃষ্ণের পুজো দেন ভক্তরা। সনাতন বিশ্বাসে, নারায়ণের অবতার কৃষ্ণ। নিজের মামা অত্যাচারী কংসকে বধ করেন তিনি। মূলত উত্তর ভারতেই ঘটা করে পূজিত হন শ্রী কৃষ্ণ।
মথুরা ও বৃন্দাবন্দে ধুমধাম করে উদযাপিত হয় জন্মাষ্টমী। বিশ্বাস, এই দিনে জন্মেছিলেন শ্রী কৃষ্ণ।
বৃন্দাবন ও মথুরায় প্রসিদ্ধ রাসলীলা।
মহারাষ্ট্রে হাঁড়ির মধ্যে মাখন রেখে তা উপরে ঝুলিয়ে দেওয়া হয়। মানবস্তম্ভ করে সেই হাঁড়ি ফাটানো হয়। মহারাষ্ট্রে বহুল প্রচলিত এই দহি হান্ডি।
হিন্দু চন্দ্রমাস ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণের অষ্টমীতে জন্মাষ্টমী উদযাপন করা হয়।
গোকুলাষ্টমী, কৃষ্ণাষ্টমী, শ্রীজয়ন্তী নামেও পরিচিত জন্মাষ্টমী।