শীতের শুরুতে তুষারপাত, বরফে ঢাকল সিকিম
নিজস্ব প্রতিবেদন: হিমেল পরশ লেগেছে শহরবাসীর গায়ে। কাকভোরে হালকা শিরশিরানি জানান দিচ্ছে খুব শীঘ্রই আসছে শীত। ইতিমধ্যে বরফ পড়া শুরু হয়েছে উত্তর সিকিম। বলা যেতে পারে এ বছরের প্রথম তুষারপাত।
সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে লাচুং, ইয়ুমথাম ভ্যালি।
সারা রাত ধরে চলেছে তুষারপাত। বরফে ঢেকে গিয়েছে গাছপালা রাস্তাঘাট। শীত শুরুতেই পাহাড়ের এমন দৃশ্য সহজেই টানছে বাঙালির মনকে।
২৭০০ মিটার উঁচুতে এখন শুধুই বরফ। অন্যদিকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন ৫৮ বছরেও এমন শীত পড়েনি যা এ বছর পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল।
ভারতের অন্যপ্রান্তে কমেছে তাপমাত্রা। কাশ্মীর জম্মু শ্রীনগর শূন্য ছুঁয়েছে তাপমাত্রার পারদ।